মাদারীপুরে সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তল ও শটগান উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে শহরের শহীদ মহসিন সড়ক থেকে এগুলো উদ্ধার করেন সেনা ও পুলিশ সদস্যরা।
এলাকাবাসী জানায়, আজ বুধবার সকালে স্থানীয়রা সড়কে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে বস্তাটি খোলেন। বস্তার ভেতর ১৮ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, একটি পিস্তল, সাত রাউন্ড কার্তুজসহ একটি শটগান উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এস সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে এর মালিককে খুঁজে পাওয়া যায়নি। এগুলো কীভাবে সড়কে এল, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।