কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক সমর্থন স্থিতিশীল করতে বাংলাদেশ সফরে এসেছেন ইউএনএইচসিআরের ডেপুটি হাইকমিশনার কেলি টি ক্লেমেন্টস। ঢাকার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার ডেপুটি হাইকমিশনার কেলি টি ক্লেমেন্টস ছয় দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। এই সফরে তিনি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান কার্যক্রম ও সহায়তা বিষয়ে আলোচনা করবেন।
রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান চাহিদা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের আশা সম্পর্কে সরাসরি ও গভীরভাবে বোঝার জন্য তাঁদের সঙ্গে দেখা করবেন ডেপুটি হাইকমিশনার কেলি টি. ক্লেমেন্টস। এ ছাড়াও রোহিঙ্গা শরণার্থী নিয়ে কাজ করা দাতাগোষ্ঠী, সুশীল সমাজ এবং অংশীদার সংস্থাগুলোর সঙ্গেও তিনি আলোচনা করবেন।
এই ছয় দিনের সফরে তাঁর সঙ্গে থাকবেন ইউএনএইচসিআর ব্যাংককে নিযুক্ত ব্যুরো ডিরেক্টর ইন্দ্রিকা রাতওয়াতে।
ইউএনএইচসিআরের ডেপুটি হাইকমিশনার হিসেবে এটি কেলি ক্লেমেন্টের তৃতীয় বাংলাদেশ সফর। তিনি ১৯৯২ সালে কক্সবাজার ইউএনএইচসিআরের জন্য কাজ করেছেন।