Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 

শিবচরে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার
শিবচর থানা। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের শিবচরে মিজান কাজী (২০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর মোড়সংলগ্ন একটি ইটের ভাটার পাশের ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

নিহত মিজান উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাঁচিকাটা এলাকার লাভলু কাজীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মিজান। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। আজ শুক্রবার সকালে ওই এলাকার ইটের ভাটার পাশের একটি ভুট্টাখেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে।

মিজানের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে যাত্রী নিয়ে কাঁঠালবাড়ীর উদ্দেশে রওনা দেওয়ার পর নিখোঁজ হন মিজান। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এরপর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। আজ শুক্রবার সকালে কাদিরপুর ইউনিয়নের ভুট্টাখেতে তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়।

নিহতের মা মলিনা বেগম বলেন, ‘আমার ছেলেটা ভ্যান চালায়। সন্ধ্যার পর যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আইল না আমার ছেলে।’

এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি শিবচর উপজেলার পাঁচ্চরসংলগ্ন রেললাইনের পাশ থেকে এক ভ্যানচালক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কারিতাস বাংলাদেশের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক করল কর্তৃপক্ষ

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

ডিআরইউয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে পোশাকশ্রমিককে অপহরণ করে টাকা আদায়ের অভিযোগ

মা-বাবার পাশে চিরশায়িত হলেন ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

রাজধানীতে ২০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার

বিমানবন্দর এলাকায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ২

বাংলাদেশ স্টাডি ফোরামের নির্বাহী কমিটি ঘোষণা

বেশি লাভের লোভে অপরিপক্ব রসুন তুলছেন কৃষকেরা

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়