হোম > সারা দেশ > ঢাকা

দৌলতখানে গৃহবধূকে হত্যা, স্বামী ও শাশুড়ি আটক

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

ভোলার দৌলতখানে রতনা বেগম (১৯) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাসেল ও শাশুড়ি নিলু বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী রাসেল ও শাশুড়ি নিলু বেগমকে আটক করেছে পুলিশ। 

আজ রোববার দুপুরে উপজেলার চরখিলফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রতন ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। গৃহবধূ রতনা বেগম উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির নসু ব্যাপারীর মেয়ে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ১০ মাস আগে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে রাসেলের সঙ্গে পার্শ্ববর্তী সৈয়দপুর ইউনিয়নের নসু ব্যাপারীর মেয়ে রতনার বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই গৃহবধূকে যৌতুকের জন্য চাপ দেওয়া হতো। ঘটনার দিন আজ সকালে গৃহবধূ রতনা বেগম তার বাপের বাড়িতে যেতে চান। এ সময় নিহতের স্বামী ও শাশুড়ি যৌতুকের সূত্র ধরে গৃহবধূ রতনা বেগমকে বাপের বাড়িতে যেতে বাধা দেন। একপর্যায়ে স্বামী রাসেল ও শাশুড়ি নিলু বেগম শ্বাসরোধ করে রতনা বেগমকে হত্যা করেন। এ ঘটনায় দৌলতখান থানা-পুলিশ রাসেল ও শাশুড়ি নিলু বেগমুকে আটক করে। 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। 

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি