হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হজযাত্রীদের হয়রানি করলে যে শাস্তির কথা এজেন্সিগুলোকে স্মরণ করিয়ে দিলেন ধর্ম প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি

সরকারের নানা সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আইনের কারণে এখন হজযাত্রীদের আর হয়রানি করার সুযোগ নেই বলে দাবি করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। 

আজ শনিবার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আন্তধর্মীয় সংলাপ ও প্রশিক্ষণে প্রতিমন্ত্রী এ দাবি করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। 

ফরিদুল হক বলেন, কোনো এজেন্সি যদি হজযাত্রীদের কোনো রকম ক্ষতি করে তাহলে ৫০ লাখ টাকা জরিমানার বিধান আইনে রয়েছে। তাই তাঁরা সাবধান হয়ে গেছেন। 

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, আল কোরআন ডিজিটালাইজেশন করা হয়েছে। সরকার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্য বৃদ্ধির ব্যবস্থা হচ্ছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আলেম-ওলামাদের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। 

ফরিদুল হক খান এমপি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আলেম ওলামাদের ভূয়সী প্রশংসা করেছেন এবং এই প্রশংসা জাতিসংঘের সাধারণ পরিষদ গ্রহণ করেছে। কারণ আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্ররা কোনো অবস্থাতেই সন্ত্রাস জঙ্গিবাদের সঙ্গে সংযুক্ত নয়। 

তিনি বলেন, আমার বাসায় ওলামাদের নিয়ে গত তিন চার দিন আগে একটা মিটিং করেছি। দেশের বিভিন্ন আলেম ওলামারা আমাকে বলেছেন, আমরা আর কিছু চাই না, আমরা চাই শুধু শান্তি। রাষ্ট্রীয় মসনদে যদি আবারও প্রধানমন্ত্রীকে রাখতে চান তাহলে আপনাদেরও কিন্তু নৈতিক দায়িত্ব ও কর্তব্য অবশ্যই আছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩