হোম > সারা দেশ > ঢাকা

এক দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৩ বন্দীর ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) তিন আসামি মারা গেছে। আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দারিয়াপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৩), দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগের লিটন মিয়ার ছেলের বাচ্চু মিয়া (৪০) এবং আব্দুর রব (৭০)। 

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রব, সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে মারা যান বাচ্চু মিয়া এবং গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা যান সেলিম মিয়া। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ৭ নভেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়েন আব্দুর রব। তাঁকে সেদিনই হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন কারারক্ষীরা। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল পৌনে ৪টার দিকে তিনি মারা যান। 

আসামি সেলিম মিয়া গত রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আজ সকাল সাড়ে ১০টার দিকে জরুরি বিভাগে মারা যান বাচ্চু মিয়া। সেলিম ও বাচ্চু মিয়ার মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, সেলিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন। বাচ্চু মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাদক মামলার আসামি ছিলেন। বাচ্চুর হাজতি নম্বর ২৫১৪৯ ও সেলিমের হাজতি নম্বর ৪৫৯৩০/২৩। আব্দুর রবের মামলা সম্পর্কে জানা যায়নি। তাঁর মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে