হোম > সারা দেশ > ঢাকা

দুবাইতে লরির চাপায় ৫ বাংলাদেশি নিহত

দোহার ও নবাবগঞ্জ প্রতিনিধি

দুবাইতে সড়ক দুর্ঘটনায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ৫ প্রবাসী নিহত হয়েছেন। তাঁরা দুবাইয়ের আজমান প্রদেশে বসবাস করতেন।

জানা যায়, রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে কাজে যাওয়ার পথে তাঁদের বহন করা গাড়িটি বড় একটি লরির সঙ্গে লেগে যায়। এতে গাড়িতে থাকা নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন ঘটনাস্থলেই মারা যান। 

বালেঙ্গা গ্রামের বাসিন্দা আবিদ হাসান অভি আজকের পত্রিকাকে জানান, নিহতরা হলেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (২৫), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪) ও শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪)। 

তিনি আরও জানান, নিহত রানার আজকে বিয়ে ঠিক করেছিল পরিবার। একমাস পর দেশে ফিরলে তাঁর বিয়ে দেওয়ার কথা ছিল। আর রাজুর স্ত্রী ৪–৫ মাসের অন্তঃসত্ত্বা। 

নিহত এই চারজনের বাড়ি পাশাপাশি হওয়ায় পুরো গ্রামের শোকের মাতম চলছে বলেও জানান অভি। 

এ ছাড়া এই দুর্ঘটনায় দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২) মারা গেছেন বলে জানা গেছে।

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

সেকশন