Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে ভোটকেন্দ্রে আগুন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ভোটকেন্দ্রে আগুন

কিশোরগঞ্জের একটি ভোটকেন্দ্র আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।  এটি হলো সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। আর মারিয়া ইউনিয়নের মারিয়া ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রটি জানালা ভাঙারঅভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে ধারণা করছে পুলিশ। 

পুলিশ জানায়, আগুনে ভোটকেন্দ্রের বড় ধরনের ক্ষতি হয়নি। বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করায় দরজার নিচের অংশ পুড়ে গেছে। ভেতরে কোনো কিছু পুড়েনি। অন্য আরেকটি ভোটকেন্দ্রের একটি কক্ষের জানালার গ্লাস ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। 

জানা গেছে, আজ শনিবার সকালে সাদুল্লারচর এলাকাবাসী এসে দেখে একটি দরজার আংশিক পোড়া। বারান্দায় পোড়া চিহ্ন। বারান্দা দিয়ে একটি কক্ষে আগুন নিক্ষেপের চেষ্টা করায় দরজা কালো হয়ে গেছে। অন্যদিকে মারিয়া ইউনিয়ন পরিষদের একটি কক্ষের জানালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে প্রশাসন ও পুলিশের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে। 

সাদুল্লারচর এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, ‘সকালে এলাকাবাসী বলাবলি করছিল স্কুলে কেউ আগুন দেওয়ার চেষ্টা করেছে। গিয়ে দেখি স্কুলের একটি দরজার আংশিক কালো হয়ে আছে। আমার মনে হয় বেশিক্ষণ জ্বলেনি।’ 

মারিয়া ইউনিয়নের বাসিন্দা শাওন বলেন, ‘মানুষ বলাবলি করছিল ইউনিয়ন পরিষদের একটি কক্ষের জানালা ভেঙে ফেলেছে। পরে গিয়ে দেখি জানালার গ্লাসটি ভাঙা। কেউ ঢিল দিয়ে ভেঙেছে। যারাই এমন কাজ করেছে তারা ভালো কাজ করেনি।’ 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘ভোটকেন্দ্র কিংবা বিদ্যালয়টির বারান্দা দিয়ে গামছার বা কাপড় জাতীয় কিছুর মাধ্যমে আগুন লাগানোর চেষ্টা করেছে। কিন্তু আগুন দিতে পারেনি দুর্বৃত্তরা। বারান্দা দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে তারা পালিয়ে যায়। মূলত ভীতি সৃষ্টির জন্যে এ কাজটি করেছে ওরা। অন্যদিকে মারিয়া ইউনিয়ন পরিষদের একটি কক্ষের জানালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। দুর্বৃত্তরা ঢিল মেরে জানালাটা ভেঙেছে। গ্রাম পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে কারা এসব কাজ করেছে এখনো চিহ্নিত হয়নি। দুষ্কৃতকারীদের ধরতে অভিযান চালানো হবে।

মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে হাতাহাতি, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

মুন্সিগঞ্জে কার্টনে লাশের মাথা, কেরানীগঞ্জে খণ্ডিত অংশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ শিশু বাসিতকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট

বাড়ির সামনে ফাঁকা গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

মুন্সিগঞ্জে পরিত্যক্ত কার্টনে পুরুষের মাথা ও খণ্ডিত মরদেহ

রাজবাড়ী‌তে জেলা ছাত্রদল নেতার অফি‌সে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে অগ্নিসংযোগ

‘নারীর জীবনে চলার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে’

সড়কের পাশে পড়ে ছিল কার্টন, খুলে দেখা গেল নারীর লাশ

খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জীর মারা গেছেন

খেয়ার ঘাট ‘নিজ বাড়িতে’ নির্মাণ, ইউপি সদস্যের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ