Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গুন্ডামি-চাঁদাবাজি বন্ধ হয়নি, হাতবদল হয়েছে: মুফতি ফয়জুল করীম

রাজবাড়ী প্রতিনিধি

গুন্ডামি-চাঁদাবাজি বন্ধ হয়নি, হাতবদল হয়েছে: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করীম বলেছেন, ‘৫ আগস্টের পর এ দেশে হাত পরিবর্তন হয়েছে। কিন্তু গুন্ডামি, চাঁদাবাজি ও দুর্নীতি পরিবর্তন হয়নি। গুন্ডামি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐকমত্য হতে হবে। আপনারা শপথ নিন, যে দলের মধ্যে চাঁদাবাজ আছে, খুনি আছে, ধর্ষক আছে আমরা তাদের ভোট দেব না।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজবাড়ী জেলা শাখা আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, ভবিষ্যতে দুর্নীতি ও জালেমমুক্ত দেশ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নয়, নীতির পরিবর্তন করতে চায়। ভবিষ্যতে দেশ গড়তে হাতপাখার জন্য কাজ করার ও ইসলামের দাওয়াত দেওয়ার আহ্বান জানান তিনি। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি শামসুল হুদার সভাপতিত্বে গণ-সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আমীনুল ইসলাম কাশেমী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফরিদপুরের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. গোলাম কিবরিয়া প্রমুখ।

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল