মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের টঙ্গীতে মহিলা আওয়ামী লীগের নেত্রীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার টঙ্গী স্টেশন রোডের ব্যাংক মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়না বেগম (৫৯), মো. সবুজ (৩৭), মো. সুজন (২৬), মো. শাহিন (৩০), মো. দেলোয়ার (৪৩) ও মো. রাসেল (৪০)। এঁদের মধ্যে ময়না বেগম গাজীপুর মহানগরীর ৫৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক চক্র সক্রিয় ছিল। গতকাল শনিবার দিবাগত রাতে স্টেশন রোড এলাকায় মাদক বেচাকেনার খবর পায় র্যাব। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে আজ সকালে নগরীর ৫৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম ও তাঁর পাঁচজন সহযোগীকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ব্যাংক মাঠ বস্তির একটি কক্ষ থেকে ১ হাজার ৭৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
এতে আরও বলা হয়, রাজনৈতিক পরিচয়ের আড়ালে ময়না বেগম ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, ৫ আগস্টের পর ময়না বেগম আত্মগোপনে চলে যান। তবে সম্প্রতি তিনি টঙ্গীতে ফিরে আবারও মাদক কারবার শুরু করেন। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।