হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় আগুনে পুড়ল বাড়ি ও দোকান

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সিংগুয়া এলাকায় আগুনে ২টি বসতঘর, ১টি মুদি দোকান, ২টি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে গেছে। এ সময় দগ্ধ হয়েছেন একজন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিংগুয়া পূর্বপাড়া মফিজ উদ্দিন মোড়লের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তের। 

ক্ষতিগ্রস্ত মো. মফিজ উদ্দিন মোড়ল আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন কীভাবে লাগছে তা জানি না, তবে মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে জমির দলিল পত্র, ব্যাংক থেকে উঠানো ১ লাখ টাকা, টিভি, ফ্রিজ, ফার্নিচারসহ সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

স্থানীয় বাসিন্দা সুমন উজজামান মোড়ল জানান, ‘আগুন মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালায় এবং নরসিংদীর মনোহরদী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। একই সঙ্গে কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনেও খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই তিনটি ঘরের আসবাবপত্র ও মুদি দোকানের সব মাল, সিএনজি চালিত ২টি অটোরিকশা পুড়ে যায়।’ 

মনোহরদী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পরই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে তাৎক্ষণিক পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। আগুনে মুদি দোকান, বসত ঘরের আসবাবপত্র এবং সিএনজি চালিত অটোরিকশা পুড়ে গেছে। এ সময় মো. আলী হোসেন (২২) নামের এক যুবক আহত হয়েছেন।’ 

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে