হোম > সারা দেশ > ঢাকা

দিয়াবাড়িতে পাশাপাশি দুই গরুর হাটের কার্যক্রম, সংঘর্ষের আশঙ্কা

নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা) 

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে কোরবানির পশুহাটের অনুমতি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। কিন্তু তাঁর পাশেই অনুমতি ছাড়া আরেকটি গরুর হাট বসানো হচ্ছে। এ নিয়ে উত্তরায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। 

সরেজমিনে আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের তুরাগের সাহেব আলী মাদ্রাসা থেকে উত্তরার স্লুইসগেট এলাকা পর্যন্ত কোরবানির পশুহাট বসানোর জন্য খুঁটি বসানো হচ্ছে। ঘুরতে ঘুরতে গিয়ে আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের পাশে বাস পার্কিংয়ের জায়গায় গিয়ে দেখা যায়, হাটের মাঠের জন্য বাঁশের খুঁটি গাড়া হয়েছে। সেই সঙ্গে গেটও সাজানো হচ্ছে। আলোকসজ্জারও ব্যবস্থা করা হচ্ছে। 

সেখানকার মাঠের কয়েকজনের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তারা জানান, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান এবং ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ এই হাটটি বসাচ্ছেন। অনুমতির বিষয়ে জানতে চাইলে তারা বলেন, এটা ওনারা (কাউন্সিলররা) বলতে পারবেন। আবার তাঁদের কেউ কেউ বলছেন, এখানে গরুর ফার্ম করা হবে। তাই খুঁটি লাগানো হচ্ছে। এদিকে শতাধিক যুবক হাটের কার্যক্রম পাহারা দিচ্ছেন। 

হাটের মাঠের পাশেই রয়েছে একটি বাস পার্কিং স্টপেজ। সেখানকার আকাশ পরিবহনের চালক মো. রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে নাইট কোচের বাস, ভিক্টর বাস ও আকাশ পরিবহনের বাস রাখতাম। আমাদের সরিয়ে দিয়ে এখানে গরুর হাট বসানো হচ্ছে। এখন আমাদের মালিক যেখানে গাড়ি রাখার জায়গা করে দেবে, আমরা সেখানে রাখব।’ 

অপরদিকে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্তব্যরত ইঞ্জিনিয়ার জুয়েল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘বাসস্ট্যান্ড সরিয়ে গরুর হাট বসানো হচ্ছে। হাট বসানোর জন্য আজ থেকে কাজ শুরু হয়েছে।’ 

এদিকে আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কে অবৈধভাবে গরুর হাট বসানোর পাঁয়তারার বিরুদ্ধে শনিবার (৮ জুন) দুপুরের উত্তরার ১২ নম্বর সেক্টরের খালপার এলাকায় মানববন্ধন করেছেন তুরাগের দিয়াবাড়ির গরুর হাটের লোকজন। এ সময় তাঁর সঙ্গে আরও অর্ধশতাধিক এলাকার স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ দর দিয়ে গরুর হাট নিয়েছি। কিন্তু আমাদের পাশের আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের দুই পাশে আরেকটি পশুর হাট বসানোর পাঁয়তারা চালাচ্ছে একটি চক্র। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ বেঁধে যেতে পারে দুই হাটের লোকজনের মাঝে।’ 

দিয়াবাড়ি হাটের ইজারাদার কফিল উদ্দিন মেম্বার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ও আওয়ামী লীগের দেড় শতাধিক নেতা-কর্মী মিলে গরুর হাটটি ইজারায় নিয়েছি। কিন্তু ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান ও ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ এবং তাঁদের লোকজন মিলে অনুমতি না নিয়েই আরেকটি হাট বসার পাঁয়তারা করছেন।’ 

তিনি বলেন, ‘হাট বন্ধের জন্য আমরা ডিএনসিসির মেয়র বরাবর লিখিতভাবে গত ২ জন জানিয়েছি। সেই সঙ্গে থানা-পুলিশ ও উত্তরার উপ-পুলিশ কমিশনারকেও মৌখিকভাবে জানিয়েছি। কেউ হাট হাট বন্ধের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।’ 

কফিল উদ্দিন বলেন, ‘উত্তরা পশ্চিম ও তুরাগ থানা এলাকার মধ্যে শুধু দিয়াবাড়িতেই সব সময় গরুর হাট বসে আসছে। সেটি আমরা নিয়েছি। এখন যদি পাশাপাশি আরেকটি হাট বসানো হয়, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব।’ 

হাটের বিষয়ে জানতে ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আপনি ফিল্ডে গিয়ে দেখে সিটি করপোরেশনে যোগাযোগ করেন।’ অপরদিকে দুই দিন ডিএনসিসির ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের সঙ্গে মুঠোফোন ও খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। 

হাটের বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) মীর খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা উত্তরার দিয়াবাড়িতে একটি হাটের অনুমতি দিয়েছি। আর কোনো হাটের অনুমতি দেওয়া হয়নি। উত্তরার কামাড়পাড়া এলাকায় হাট বসানোর প্রশ্নই আসে না। যদি কেউ চেষ্টা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, ‘আমরা যদি কোথাও হাট বসাই তাহলে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রপার রুলস অনুযায়ী বসাব। আর সেটি নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন।’ 

এদিকে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ম অনুযায়ী চার কিলোমিটারের বাইরে হলে আরেকটি গুরুর হাট বসানো যায়। দিয়াবাড়ি থেকে কামারপাড়ার গরুর হাটের দূরত্ব ৪ কিলোমিটারের বেশি, প্রায় ৬ কিলোমিটার। ওই হাটের লোকজনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, জানতে পেরেছি তাঁরা গরুর হাটের অনুমতি পেয়েছে বা পাবে।’ 

সংঘর্ষের আশঙ্কার বিষয়ে জানতে চাইলে ডিসি শাহজাহান বলেন, ‘সরকারি নিয়ম নেমে যদি তাঁরা গরুর হাট করতে পারে, তাহলে করবে। তবে এমন কোনো আশঙ্কা আমরা করছি না।’

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন