গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় দেড় ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে উদ্ধারকারী রিলিফ ট্রেন পৌঁছালে রাত সোয়া ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। আজ বৃহস্পতিবার জয়দেবপুর রেলস্টেশন মাস্টার হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটির গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আজ বিকেল কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের মাঝামাঝি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন গিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নিয়ে প্রায় তিন ঘণ্টার পর পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করে।
স্টেশনমাস্টার হানিফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর পার হয়। কিছু দূর যাওয়ার পর মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের মাঝামাঝি ট্রেনটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।’
হানিফ আলী আরও বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে জয়দেবপুর রেলস্টেশনে প্রবেশ করেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’
কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন মাস্টার নসুরাত বলেন, ‘রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন এসে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিকে নিয়ে ঢাকার রওনা হলে ট্রেন চলাচল শুরু হয়।’