রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় চারটি মাঝ নদীতে ছিল। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রাত ৩টায় ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল করতে পারছিল না। মাঝ পদ্মায় চারটি ফেরি পথ হারিয়ে ফেললে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল পৌনে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।