মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ধান নিয়ে একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। এতে ১৫ জন শ্রমিকের মধ্যে হেলাল (৩৮) ও কাজল (২৮) নামের দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
আজ শনিবার সকাল ৬টায় উপজেলার শিমুলিয়া ঘাট বরাবর পদ্মা নদীর মাঝে এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু তাহের এ খবর নিশ্চিত করেন।
নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানান, মাওয়া থেকে শিবচরগামী ট্রলারটি হঠাৎ ঝড়ে ডুবে যায়। এতে ১৫ ব্যক্তি ছিলেন। ১৩ জন সাঁতরে আশপাশের ট্রলারে ওঠেন। বাকি দুজনকে পাওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছেন। তবে ট্রলারটি এখনো উদ্ধার হয়নি।