হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে রিসোর্ট থেকে কুমির উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর নীলের পাড়া একটি রিসোর্ট থেকে অবৈধভাবে আটকে রাখা নোনা পানির একটি কুমির উদ্ধার করেছে বন বিভাগ। 

আজ মঙ্গলবার দুপুরে পাখির স্বর্গ নামের রিসোর্টে অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা। 

বন বিভাগ জানায়, বন্যপ্রাণী নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের মাধ্যমে ঢাকা বন বিভাগ জানতে পারে, গাজীপুর মহানগরীর নীলের পাড়া এলাকায় পাখির স্বর্গ রিসোর্টে একটি কুমির আটকে রাখা হয়েছে। কুমিরটির বয়স আনুমানিক ২০ বছর। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী কর্মকর্তা-কর্মচারী এবং সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচারের (সোয়ান) সদস্যরা সেখানে অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করেন। উদ্ধারের পর যাচাই করে দেখা যায়, উদ্ধার করা কুমিরটি নোনা পানির কুমির, যা প্রায় ২০ বছর ধরে অবৈধভাবে সেখানে আটকে রাখা হয়েছিল। পরে কুমিরটি গাজীপুর সাফারি পার্কে বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয়। 

বন্যপ্রাণী আইন অনুযায়ী, নোনা পানির কুমির কোথাও আটকে রাখা যাবে না। 

সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচার (সোয়ান) সভাপতি আদনান আজাদ বলেন, ‘আমরা যখন জানতে পারি বড় একজন নেতার রিসোর্টে অবৈধভাবে একটি কুমির রাখা হয়েছে, তখন খোঁজ খবর নিয়ে বন বিভাগকে অবগত করি। আজকে তাঁদের সহযোগিতায় কুমিরটি উদ্ধার হয়েছে।’ 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘গাজীপুর মহানগরীর নিলের পাড়া এলাকায় পাখির স্বর্গ রিসোর্টে আইন অমান্য করে একটি কুমিরটি লালন পালন করা হচ্ছিল। এমন খবর পেয়ে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে একটি নোনা পানির কুমির উদ্ধার করা হয়েছে। এটি স্ত্রী কুমির। উদ্ধারের পর বিকেলে কুমিরটি গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের কুমির বেষ্টনীতে মুক্ত করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, কুমিরটি উদ্ধার করার সময় সেখানে মালিক পক্ষের কেউ উপস্থিত ছিলেন না। তবে জানা গেছে, পাখির স্বর্গ নামের এই রিসোর্টটির মালিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আ স ম আবদুর রব। 

পাখির স্বর্গ নামের রিসোর্টটির ব্যবস্থাপক মো. রুবেল গণমাধ্যমকে বলেন, এই রিসোর্টের মালিক আ স ম আবদুর রব ও তাঁর স্ত্রী তানিয়া রব। তবে রিসোর্টটি দেখাশোনা করেন তানিয়া রব। 

মো. রুবেল দাবি করেন, কুমিরটি রাখার প্রয়োজনীয় কাগজপত্র তাঁদের ছিল। বেশ কিছুদিন আগেই এটিকে নিয়ে যাওয়ার জন্য চিড়িয়াখানায় জানানো হয়েছিল।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন