হোম > সারা দেশ > ঢাকা

খেলার সময় গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কদমতলীর জুরাইনের একটি বাসায় খেলতে খেলতে গলায় ফাঁস লেগে আরাফাত ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলীর জুরাইনের একটি বাসায় এ ঘটনা ঘটে। দেখতে পেয়ে বাড়ির লোকজন শিশুটিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শিশু আরাফাতের মামা রুবেল রহমান বলেন, বাসার বারান্দায় খেলছিল আরাফাত। সেখানে কাপড় শুকানোর রশি পেঁচিয়ে ঝুলতে চেয়েছিল সে। এ সময় রশির সঙ্গে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরাফাতের বাবার নাম আজিজুল হক। তিনি একজন ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলায়। কদমতলীর জুরাইনে একটি বাসার চারতলায় ভাড়া থাকেন তাঁরা। আরাফাত জুরাইনের একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ভাইয়ের মধ্যে আরাফাত ছিল বড়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এর পরপরই শিশুটির পরিবারের লোকজন দ্রুত মৃতদেহ নিয়ে চলে যান। এ কারণে মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনাটি কদমতলী থানা-পুলিশকে জানানো হয়েছে। 

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩