হোম > সারা দেশ > ঢাকা

ডিএসসিসিতে ৮৫, ডিএনসিসিতে ৮০ ভাগ বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ রোববার সকাল থেকে ঢাকার বিভিন্ন অলিগলিতে পশু কোরবানি দিচ্ছেন রাজধানীবাসী। পশু কোরবানির ফলে বর্জ্য জমছে আনাচে-কানাচে। দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ শুরু করে ঢাকার দুই সিটির প্রায় ১৯ হাজার পরিচ্ছন্নতা কর্মী। 

সংশ্লিষ্টরা জানিয়েছে, এবার ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনার চিত্র বেশ ভালো। বিকেল ৬টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ ভাগ আর রাত ৮টা পর্যন্ত দক্ষিণে ৮৫ ভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। 

ঢাকার দুই সিটির মিরপুর, উত্তরা, মহাখালী, বনানী, বাড্ডা, রামপুরা, গুলিস্তান, কলাবাগান, সাইন্সল্যাব ও আগারগাঁও এলাকার ঘুরে রাস্তাঘাট ও আবাসিক ভবনের সামনে পশুর রক্ত, গোবর, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখা যায়নি। 

সিটি করপোরেশনের পাশাপাশি অনেকে নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছে। পশুর বর্জ্য তারা ব্যাগে ভরে সিটি করপোরেশনের ভ্যানে তুলে দিয়েছেন। 

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত মোট কোরবানির বর্জ্যের ৮০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। শতভাগ সম্পন্ন হয়েছে ১১টি ওয়ার্ডে। 

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করছেন। দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো-১০,১৬, ১৭,২৩, ২৪,২৫, ২৬,২৮, ২৯,৩০, ৩১,৩৬, ৩৭,৩৮, ৩৯,৪০, ৪১,৪২, ৪৩,৪৯, ৫২,৫৩, ৫৬,৫৭, ৬৭,৬৮, ৬৯,৭০, ৭১,৭২ ও ৭৪ নম্বর ওয়ার্ড। 

এছাড়া ১৭টি ওয়ার্ড থেকে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো-৫,৮, ৯,১১, ১৩,১৯, ২০,২১, ৩৪,৪৮, ৫১,৫৪, ৫৫,৫৮, ৫৯,৬৬, ৭৩ নম্বর ওয়ার্ড।

এ পর্যন্ত ডিএসসিসিতে সার্বিকভাবে প্রায় ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল