হোম > সারা দেশ > ঢাকা

কমলাপুরে বগি লাইনচ্যুত, টঙ্গীতে ১২ ঘণ্টা ধরে আটকে আছে সবজিবাহী ট্রেন

প্রতিনিধি (গাজীপুর) টঙ্গী

টঙ্গীতে আটকে থাকা সবজিবাহী ট্রেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় আন্তনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’-এর বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা থেকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হলেও গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৩টা থেকে টঙ্গী রেলওয়ে স্টেশনে আটকে আছে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সবজিবাহী স্পেশাল ‘ভেজিটেবল ট্রেন’টি।

এদিকে সবজিবাহী ট্রেনটি আটকে থাকায় টঙ্গী থেকে রেলে ভ্রমণ করা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। আজ বেলা ৩টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট বিক্রির কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। এ সময় খবর জানতে পেরে ট্রেনে ভ্রমণ করতে আসা লোকজন ফিরে গেছেন। যারা আগেই টিকিট সংগ্রহ করেছিলেন, তাঁরা অনেকে টিকিট ফিরিয়ে দিয়ে নগদ টাকা বুঝে নেন।

টঙ্গী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইমরান হাসান বলেন, গতকাল রাত থেকে সবজি পরিবহন করা ‘স্পেশাল ভেজিটেবল’ ট্রেন ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেইল’ ট্রেন দুটি টঙ্গী প্ল্যাটফর্মে আটকে আছে। ঢাকা থেকে নির্দেশনা পেলেই ট্রেন দুটি তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করবে।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে খবর পেয়ে রেলওয়ে স্টেশন এলাকার চারপাশে কড়াকড়ি নজর রেখেছি। তবে সবজিবাহী ট্রেনটির নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে আসছি।’

টঙ্গী, গাজীপুর জেলা, ঢাকা বিভাগ, জেলার খবর, ট্রেন, দুর্ভোগ

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন