ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকারমশক নিধন কার্যক্রম আধুনিকায়নে এবার মশককর্মীদের শরীরে ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএনসিসি।
সম্প্রতি ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মশককর্মীদের নজরদারি করার জন্য তাঁদের শরীরে ক্যামেরা স্থাপন করা হবে। এতে তাঁরা আর কাজে ফাঁকি দিতে পারবেন না। প্রথম পর্যায়ে ২০ জন মশককর্মীর শরীরে এই ক্যামেরা বসানো হবে।
ডিএনসিসির অফিস আদেশে বলা হয়েছে, আধুনিক ও স্মার্ট ঢাকা গড়ে তুলতে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনাসংশ্লিষ্ট পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিভাগের মশকনিধন কার্যক্রমে নিয়োজিত কর্মীদের কাজের অবস্থান, প্রকৃতি ও কার্যনিবিষ্ট থাকার সময় প্রযুক্তিনির্ভর উপায়ে পর্যবেক্ষণ, মনিটরিংসহ পরিচ্ছন্নতাসংক্রান্ত কাজের গুণগত মান ও গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে পরিচ্ছন্নতাকর্মীদের শরীরে স্থাপন উপযোগী ৪জি বডি ক্যামেরা বসানো হবে। এর জন্য পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। তাঁরা ক্যামেরাগুলো গ্রহণ করবেন।
৪জি বডি ক্যামেরা বসানোর উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘মশককর্মীরা কাজে ফাঁকি দেয়। হাজিরা দিয়ে তারা আর সাইটে থাকে না। মূলত তাদের মনিটরিং করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’