হোম > সারা দেশ > ঢাকা

নতুন কর্মসূচি দিয়ে শাহবাগের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা, যানজটে ভোগান্তি 

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে প্রবেশে কোটা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনকারীরা দেড় ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন। আগামীকাল বৃহস্পতিবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন তাঁরা। 

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগ মোড় ছেড়ে যাওয়ার সময় আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, ‘আগামীকাল হাইকোর্টের রায় রয়েছে। আমরা মনে করি সেটা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে যাবে। আগামীকাল বেলা ১১টা থেকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আবারও অবস্থান কর্মসূচি শুরু করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না।’

এর আগে দ্বিতীয় দিনের মতো আজ বুধবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অবস্থান নেন তাঁরা। 

শিক্ষার্থীদের অবস্থানের কারণে সে সময় সায়েন্স ল্যাব, মিরপুর সড়ক, মতিঝিলের দিকে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের অনেকেই হেঁটে গন্তব্যস্থলের দিকে রওনা হয়। 

অবস্থানকালে শিক্ষার্থীরা ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুর আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

সে সময় দলনিরপেক্ষ ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির সদস্যসচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বারবার বলে এসেছি, মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান রয়েছে। আমাদের আন্দোলন সব প্রকার অযৌক্তিক কোটার বিরুদ্ধে।’

শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবস্থান ও যানজট নিয়ে নিয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যানজট তেমন হয়নি। শিক্ষার্থীদের আন্দোলনের আগে থেকে ডাইভারশন দিয়ে রাখা ছিল। আমরা বিকল্পব্যবস্থায় বাসগুলো যাওয়ার রাস্তা তৈরি করেছি, কাঁটাবন মোড় থেকে মৎস্য ভবনগামী রোডে অল্প জ্যাম ছিল। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭