নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর হাজারীবাগ থেকে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা-পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম লিটন মিয়া। প্রায় ১০ বছর আগের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বিকেলে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা এসব তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে হাজারীবাগ থানার বারইখালী এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিটন ওরফে লিটন মিয়া ওরফে কিলার লিটন কামরাঙ্গীরচর ও হাজারীবাগ এলাকার একসময়ের শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ১২টি মামলা রয়েছে।