Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর আদাবর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আদাবর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর আদাবরে ঝুলন্ত অবস্থায় থাকা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সৈয়দা সিনথিয়া (২৮)। আজ সোমবার রাতে স্থানীয় ও বাড়ির মালিকের দেওয়া খবরে সিনথিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ। 

ওসি বলেন, আদাবর এলাকার ১২ নম্বর রোডের ৬৮৭ নম্বর বাড়ির পাঁচ তলার একটি ফ্ল্যাট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই বাসায় নিহত নারী ও তাঁর স্বামী থাকতেন। তাঁদের কোনো ছেলে-মেয়ে নেই। ভাড়াটিয়া ফরমে তাদের স্থায়ী ঠিকানা ঢাকার মগবাজার উল্লেখ করা রয়েছে। 

শাকের মোহাম্মদ জানান, নিহত নারী ও তাঁর স্বামী ২০২০ সাল থেকে এই বাসায় ভাড়া থাকতেন। নিহতের স্বামীর নাম সামিউ বীন রাব্বানী। উল্লেখযোগ্য কোনো পেশা তাঁদের ছিল না। বাড়ি ভাড়ার টাকা দিতে পারছিলেন না তাঁরা। পরে গত ১৫ জুলাই রাব্বানী বাড়ি যাচ্ছেন এসে বাড়ি ভাড়া দেবেন বলে জানিয়েছিলেন। ১৫ তারিখ বাড়ির নিচে এসে স্বামীকে বিদায় দিয়ে যান সিনথিয়া। এরপর থেকে তাঁর কোনো আলাপচারিতা পাওয়া যায়নি। আজ পচা দুর্গন্ধ ছড়ালে বাড়ির অন্য বাসিন্দাদের সন্দেহ হলে বিষয়টি বাড়ি মালিককে জানান। বাড়ির মালিক বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে সিনথিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে। 

কত টাকা বাড়ি ভাড়া বাকি জানতে চাইলে এ বিষয়ে ওসি জানেন না বলে জানান। নিহত নারীর মরদেহ উদ্ধার পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা। 

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন