নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে পড়ে যাওয়া একটি গরুকে প্রায় ১৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার বেলা ২টার দিকে গরুটিকে উদ্ধার করা সম্ভব হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল হাই। গরুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে বলেও জানান তিনি।
এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জে ২ নম্বর ঢাকেশ্বরী অস্থায়ী গরুর হাটের সামনে গরুটি নালার মধ্যে পড়ে যায়।
হাটটির ইজারাদার বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম বলেন, ‘মঙ্গলবার রাতে গরুর হাটে পিকআপ ভ্যান থেকে নামানোর সময় চাষাড়া-আদমজী নাগিনা জোহা সড়কের নির্মাণাধীন ড্রেনে পড়ে যায় গরুটি। ড্রেনে পড়ার পর গরুটি আর উঠতে না পারলে আমরা তৎক্ষণাৎ বিষয়টি আদমজী ফায়ার সার্ভিসকে জানাই। তাদের চেষ্টায় গরুটি জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।’