হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হাটে যাওয়ার পথে ড্রেনে পড়ল গরু, ১৭ ঘণ্টায় উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে পড়ে যাওয়া একটি গরুকে প্রায় ১৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার বেলা ২টার দিকে গরুটিকে উদ্ধার করা সম্ভব হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল হাই। গরুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে বলেও জানান তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জে ২ নম্বর ঢাকেশ্বরী অস্থায়ী গরুর হাটের সামনে গরুটি নালার মধ্যে পড়ে যায়।

হাটটির ইজারাদার বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম বলেন, ‘মঙ্গলবার রাতে গরুর হাটে পিকআপ ভ্যান থেকে নামানোর সময় চাষাড়া-আদমজী নাগিনা জোহা সড়কের নির্মাণাধীন ড্রেনে পড়ে যায় গরুটি। ড্রেনে পড়ার পর গরুটি আর উঠতে না পারলে আমরা তৎক্ষণাৎ বিষয়টি আদমজী ফায়ার সার্ভিসকে জানাই। তাদের চেষ্টায় গরুটি জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।’

আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়ামাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। গরুটি আকারে বড় হওয়ায় ড্রেন কেটে ভেকুর সাহায্যে উদ্ধার করা হয়।’ উদ্ধারে দেরি হওয়ার বিষয়ে তিনি বলেন, গতকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আরসিসি ড্রেন মেশিন দিয়ে কাটতে কিছুটা সমস্যায় পড়তে হয়। তবে শেষ পর্যন্ত গরুটি জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল