Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

হাটে যাওয়ার পথে ড্রেনে পড়ল গরু, ১৭ ঘণ্টায় উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

হাটে যাওয়ার পথে ড্রেনে পড়ল গরু, ১৭ ঘণ্টায় উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে পড়ে যাওয়া একটি গরুকে প্রায় ১৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার বেলা ২টার দিকে গরুটিকে উদ্ধার করা সম্ভব হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল হাই। গরুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে বলেও জানান তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জে ২ নম্বর ঢাকেশ্বরী অস্থায়ী গরুর হাটের সামনে গরুটি নালার মধ্যে পড়ে যায়।

হাটটির ইজারাদার বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম বলেন, ‘মঙ্গলবার রাতে গরুর হাটে পিকআপ ভ্যান থেকে নামানোর সময় চাষাড়া-আদমজী নাগিনা জোহা সড়কের নির্মাণাধীন ড্রেনে পড়ে যায় গরুটি। ড্রেনে পড়ার পর গরুটি আর উঠতে না পারলে আমরা তৎক্ষণাৎ বিষয়টি আদমজী ফায়ার সার্ভিসকে জানাই। তাদের চেষ্টায় গরুটি জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।’

পিকআপ ভ্যান থেকে গরুটি নামানোর সময় সড়কের নির্মাণাধীন ড্রেনে পড়ে যায়আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়ামাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। গরুটি আকারে বড় হওয়ায় ড্রেন কেটে ভেকুর সাহায্যে উদ্ধার করা হয়।’ উদ্ধারে দেরি হওয়ার বিষয়ে তিনি বলেন, গতকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আরসিসি ড্রেন মেশিন দিয়ে কাটতে কিছুটা সমস্যায় পড়তে হয়। তবে শেষ পর্যন্ত গরুটি জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো

প্রাণিসম্পদের পণ্য শেষ এক ঘণ্টায়, ক্রেতারা ফিরছেন খালি হাতে

শরীয়তপুরে ডাকাতদের সঙ্গে সংঘর্ষ: আরও এক লাশ উদ্ধার, নিহত বেড়ে ৫

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

র‍্যাবের মাদকের মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক