হোম > সারা দেশ > ঢাকা

দেশে বিচার হচ্ছে বেছে বেছে: রফিউর রাব্বী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার সাড়ে ১০ বছর উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়। 

কর্মসূচিতে অংশ নিয়ে নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বী বলেন, ‘ত্বকীর পূর্বে ও পরে যারা হত্যার শিকার হয়েছেন, তাদের হত্যার বিচার আমরা চেয়ে আসছই। কিন্তু এই দেশে বিচার হচ্ছে বেছে বেছে। দেশে এখন প্রতি সপ্তাহেই ভিন্নমত দমনে অসংখ্য মামলা হচ্ছে। আসামি থেকে বাদ যাচ্ছে না বিদেশে থাকা ও মৃত মানুষেরা। তারপরও ক্ষমতাসীনরা বলে, আইন তার নিজস্ব গতিতে চলছে। তারা এখন মানুষের কথা বলা, প্রতিবাদ করার অধিকার কেড়ে নিতে যতটা নির্মম হওয়া প্রয়োজন সেটাই হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সমালোচনা চললেও তারা এখন সাইবার নিরাপত্তা আইন তৈরি করছে। সংবাদকর্মীরা যেন সত্য প্রকাশ করতে না পারে, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যেন সত্যি বলতে না পারে সে জন্য এই আইন করা হচ্ছে।

সরকারের মন্ত্রী, এমপি, আমলাদের লুটপাট রক্ষা করতে এই আইন প্রয়োগ করে সমালোচকদের গ্রেপ্তার করা হচ্ছে। আইয়ুব খানের আমলেও মানুষকে ভয় দেখাতে আইন প্রণয়ন করা হয়েছিলো। এশিয়ার লৌহমানব উপাধি পাওয়া স্বৈরশাসক আইয়ুব খানের আমলেও আমাদের দেশের মানুষ পছন্দমত ভোট দিতে পেরেছে। সেই কারনেই আওয়ামী লীগ বিজয়ী হয়েছিলো। আর স্বাধীন দেশে জনগণের ভোটসহ সকল অধিকার হরণ করা হয়েছে।’

ত্বকী হত্যার বিচার না হওয়ায় সরকারের সমালোচনা করে রফিউর রাব্বী বলেন, বিচার ব্যবস্থাকে সরকারের গদি রক্ষার হাতিয়ার বানানো হচ্ছে। ক্ষমতা টিকিয়ে রাখতে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে একে কলুষিত করেছে। মানুষের বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। আজ সাগর রুনি হত্যার বিচার হয়নি। ত্বকী হত্যার অভিযোগপত্র আদালতে জমা দেয়া হয়নি। কারণ প্রধানমন্ত্রী চাননা এই বিচার হোক। ঘাতকদের পক্ষ নিয়ে বলেছেন এই ওসমান পরিবারকে আমি দেখে রাখবো। তারপরেই এই বিচার ফাইলবন্দি হয়ে গেছে। আমরা ত্বকী হত্যার বিচার চাই।

সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজল কর্মসূচিতে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, কবি সাংবাদিক হালিম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, উদীচী জেলা সভাপতি জাহিদুল হক দীপু, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সিপিবি শহর কমিটির সভাপতি আবদুল হাই শরীফ, বাসদ জেলা সংগঠক জিএম কাদির, সাংস্কৃতিক জোটের সাবেক সম্পাদক শাহীন মাহমুদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদুর রহমান প্রমুখ।

জানা গেছে, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এর পর থেকে ত্বকীর হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন