Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পারলারে সাজতে গিয়ে আইফোন খোয়ালেন ইন্দোনেশীয় সেই তরুণী

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

পারলারে সাজতে গিয়ে আইফোন খোয়ালেন ইন্দোনেশীয় সেই তরুণী

ভালোবেসে শিবচরের যুবককে বিয়ে করেছেন ইন্দোনেশীয় তরুণী ইফহা। তবে গতকাল শুক্রবার শিবচরের পারলারে বিয়ের সাজ সাজতে গিয়ে তাঁর ফিফটিন প্লাস মডেলের আইফোনটি হারিয়েছেন তিনি। পরে থানায় অভিযোগসহ আইনগত প্রক্রিয়া শেষে বিয়ের অনুষ্ঠানে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তাঁর।

জানা গেছে, শুক্রবার সকালে বিয়ের জন্য সাজতে শিবচরের একটি পারলারে আসেন ইন্দোনেশীয় তরুণী ইফহা। সেখানে নিজের
আইফোনটি একটি টেবিলের ওপর রাখেন। পরে সেটি আর খুঁজে পাননি। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

তরুণীর স্বামী শামীম মাদবর বলেন, ‘সকালে শিবচরের স্বর্ণকার পট্টির পাকিস্তানি বিউটি পারলারে সাজার জন্য নিয়ে যাওয়া হয় ইফহাকে। পারলারের ভেতরে সাজের সময় ফোনটি চুরি হয়। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী পারলারের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ফোনটি নিয়ে দ্রুত বের হয়ে যায়। এটি খুবই দুঃখজনক। পারলারে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। পরে আমরা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি।’ 

পাকিস্তানি বিউটি পারলারের স্বত্বাধিকারী রেশমা আক্তার বলেন, ‘আমার পারলারে সারাক্ষণই কাস্টমার থাকেন। ওই বিদেশি মেয়ে আর তাঁর সঙ্গে আরও একজনসহ দুজন সাজের জন্য আসে। ফোনটি সারাক্ষণই তাঁর হাতে ছিল। সাজ শেষে তিনি ফোনটি নিয়ে দরজার কাছের টেবিলের ওপর রেখে নাকফুল পড়তে গেলে ওই সময়ই বোরকা পরা এক মহিলা এসে ফোনটি নিয়ে বেড়িয়ে যায়। তখন আমি আরেকটি কাজ করছিলাম।’ 

তিনি আরও বলেন, ‘আমরা সব সময় মালামাল নিজেদের সঙ্গে রাখতে বলি। নিজ দায়িত্বে রাখার জন্য বলা হয়।’ 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করছি।’

বিএনপিতে ফেরার আবেদন নৌকার চেয়ারম্যান সেন্টুর

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান