Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় খালাস পেলেন তারেক রহমানের সাবেক এপিএস অপু

আজকের পত্রিকা ডেস্ক­

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় খালাস পেলেন তারেক রহমানের সাবেক এপিএস অপু
তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন অপু। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) মিয়া নুরুদ্দিন অপুকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুল হালিম তাঁকে খালাস দেন।

অপুর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটি সাক্ষ্য পর্যায়ে ছিল। তবে আদালত সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করে অপুসহ অন্যদের খালাস দেন।

আইনজীবী আরও বলেন, এটা একটা ভিত্তিহীন সাজানো মামলা ছিল। আদালতের আদেশে সেটাই প্রমাণিত হয়েছে।

জানা গেছে, মিয়া নুর উদ্দিন আহমেদ অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। ২০১৮ সালের ৪ জানুয়ারি মতিঝিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা। তার কাছ থেকে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করা হয়।

পরে র‍্যাব-৩-এর নায়েব সুবেদার মো. ইব্রাহিম হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় অর্থ পাচার ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, টাকা দিয়ে নুরুদ্দিন অপু ও তাঁর লোকজন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার ষড়যন্ত্র করছিলেন। তদন্ত শেষে ২০২১ সালের ১৫ জুন অর্থ পাচার ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুই ধারায় অভিযোগপত্র দেয় পুলিশ।

ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ জাকসু নেতাদের

জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃত্বে শামসুল আলম-জামাল উদ্দিন

সংঘর্ষের পর সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটি বন্ধ, পাল্টাপাল্টি দোষারোপ

ডাকসু নেতা সর্বমিত্রের ‘ঠ্যাং ভাঙা’ সন্ত্রাসের হুমকি সহ্য করা হবে না: ঢাবি ছাত্র ইউনিয়ন

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

রাজধানীতে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯

প্রয়াত মন্ত্রী নাসিমের স্ত্রী, দুই ছেলেসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলা: আদালতে তিন সাংবাদিককে হেনস্তার অভিযোগ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের স্থান সবুজায়নে চুক্তি

রাজধানীতে আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ২১