হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ১

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মাহমুদাবাদ ঝারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাসেল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসটি মাহমুদাবাদ পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি সার বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালের পাঠান। তবে নিহত ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি।

এএসআই মো. রাসেল বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নীলকুঠি এলাকায় ভোরে বাস ও ট্রাকের সংঘর্ষ একজন নিহত হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে থানায় নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

সেকশন