রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা সবাই ছিনতাই, চাঁদাবাজ ও মাদক কারবারির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত মোহাম্মদপুর থানা-পুলিশ এ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিটন, জহিরুল, রফিক, হানিফ, নুর হোসেন, ইব্রাহিম, সাইদ, রুমান, পারভেজ ও সিয়াম।
ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মো. তারেক সেকেন্দার জানান, মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও চাঁদাবাজ রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা করা হয়েছে। এখন আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।