Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় গণস্বাক্ষরে বন্ধ হলো যাত্রাপালা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রায়পুরায় গণস্বাক্ষরে বন্ধ হলো যাত্রাপালা

নরসিংদীর রায়পুরায় এলাকাবাসীর গণস্বাক্ষর ও লিখিত আবেদনের পর নাটক ও যাত্রাপালা বন্ধ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার সন্ধ্যার দিকে যাত্রাপালা বন্ধ করা হয়।

স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রশাসনের অনুমতি ছাড়াই বাহাদুরপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বাজারটির পাশেই একটি খোলা মাঠে যাত্রা মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করা হয়। আজ সোমবার রাতে সেখানে যাত্রাপালা মঞ্চায়িত হওয়ার কথা। প্যান্ডেলটির পাশাপাশি দুটি মাদ্রাসা থাকায় সেটি বন্ধ করার পক্ষে গণস্বাক্ষর করেন স্থানীয় বাসিন্দারা। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন মাদ্রাসার অধ্যক্ষ উসমান গণি। পরে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল এসে মঞ্চ উঠিয়ে দেন।

এ নিয়ে জানতে চাইলে স্থানীয় এক মাদ্রাসার প্রিন্সিপাল উসমান গণি বলেন, ‘বাহাদুরপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে অনেক আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের বসবাস। বাহাদুরপুর বাজার ব্যবসায়ীরা একটি খোলা মাঠে ‘আলোমতি প্রেম কুমার’ নামে একটি যাত্রাপালার আয়োজন করেছেন। এর ঠিক পাশেই দুটি মাদরাসা। এখানে যাত্রাপালা আয়োজন করায় ধর্মপ্রাণ সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা রয়েছে। যাত্রা বন্ধের জন্য স্থানীয়দের গণস্বাক্ষরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করি।’ 

উত্তর বাখরনগর ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব বলেন, ‘ওই এলাকার সারা মানুষ যাত্রা না হওয়ার পক্ষে। এ নিয়ে এলাকায় যদি দাঙা হাঙামা হওয়ার সম্ভাবনা রয়েছে। নিহতের মত বড় ঘটনাও ঘটতে পারে। শোনলাম প্রশাসনের লোকজন এসে বন্ধ করে দিয়েছে।’ 

এ বিষয়ে আয়োজক কমিটির সদস্য এবং উত্তর বাখর নগর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবু চাঁন বলেন, ‘এসিল্যান্ড স্যার ও পুলিশ এসে সন্ধ্যায় যাত্রা বন্ধ করে গেছেন। এ বিষয়ে আর কোনো কথা বলব না।’ 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো শফিকুল ইসলাম বলেন, ‘গনস্বাক্ষরসহ আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রা বন্ধসহ মঞ্চ ও প্যান্ডেল উঠিয়ে দেওয়া হয়েছে।’ 

এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. আজগর হোসেন বলেন, ‘এ ব্যাপারে রায়পুরা থানার ওসির সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, যাত্রাপালা জন্য থানা থেকে কেউ অনুমতি নেননি। তাই সেখানে কিছু করার সুযোগ নেই।’

শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিসে দেড় লাখ টাকা জরিমানা, বাকি ৫৮ হাজার

ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবির রোকেয়া হলের ছাত্রীদের মশাল মিছিল

একসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন প্রশ্নে জাতীয় ঐক্যের সম্ভাবনা নাকচ করল বিএনপি

লালবাগে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

বিচারালয়ের দুর্নীতি তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

মুন্সিগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা ইমন হাসান গ্রেপ্তার

রাজধানীতে নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৮

২০ ভবঘুরে নিয়ে সাবেক এমপির ভবনে উঠলেন ‘সমন্বয়ক’

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাট: ৭ জন কারাগারে, কিশোর উন্নয়ন কেন্দ্রে ৭