হোম > সারা দেশ > ঢাকা

পূর্ণিমা দেখতে সোহরাওয়ার্দীর গ্লাস টাওয়ারে যুবক, নামিয়ে আনল পুলিশ-ফায়ার সার্ভিস

ঢাবি প্রতিনিধি

ভরা পূর্ণিমা দেখতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে (গ্লাস টাওয়ার) উঠেছিলেন এক যুবক। তবে বেশিক্ষণ পূর্ণিমা উপভোগ করার সুযোগ হয়নি তাঁর! খবর পেয়ে পুলিশ এসে ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে নামিয়ে আনে। এরপর সোজা নিয়ে যাওয়া হয়েছে থানায়। সেখানে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম মো. সুজন মিয়া। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারে ওঠেন তিনি। ১৫০ ফুট উচ্চতা ও ১৬ ফুট প্রস্থের টাওয়ারের প্রায় মাঝামাঝি পর্যন্ত ওঠেন তিনি। রাত সাড়ে ১০টার সময় তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও শাহবাগ থানার পুলিশ। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ও নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমীন। তিনি বলেন, ‘সন্ধ্যার পরে তিনি গ্লাস টাওয়ারে ওঠেন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করি। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ 

এসআই আল আমীন আরও বলেন, ‘মানিকগঞ্জ সদরের মতলবপুরে তাঁর বাড়ি বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে একজন মোটর মেকানিক হিসেবে পরিচয় দিয়েছেন।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য