ঢামেক প্রতিবেদক
রাজধানীতে ময়লার ঘরে মাথায় লোহার অ্যাঙ্গেল পড়ে সোহান (২৫) নামে এক পরিচ্ছন্নতা কর্মী মারা গেছেন। আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৪টা দিকে চকবাজার চাঁদনী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় সোহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
সোহানকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মনির হোসেন ও আমিনুর ইসলাম জানান, তাঁরা চকবাজার ইসলামবাগ এলাকার ‘ক্লিন সোসাইটি’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষিণ সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে। বিকেলে ইসলামবাগ চাঁদনীঘাট বাজারের পাশে সিটি করপোরেশনের নির্মাণ করা ময়লার ঘরের ভেতর কাজ করছিলেন।
সেখানে সবাই ময়লা বাছাই করার সময় ঘরের চালের লোহার একটি অ্যাঙ্গেল খসে পড়ে এবং তাঁর এক অংশ সোহানের মাথার ভেতর ঢুকে পড়ে। এতে সঙ্গে সঙ্গে সোহান লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহানের বাড়ি রংপুর জেলার গংগাচড়া উপজেলার হাজীপাড়া গ্রামে। বাবার নাম দুলু মিয়া। পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচর ট্যানারি পুকুরপাড় এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরির্শক) মো. বাচ্চু মিয়া জানান, চকবাজার থেকে তাঁর সহকর্মীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। তাঁরা জানান কাজ করার সময় মাথায় অ্যাঙ্গেল মাথায় পড়ে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি চকবাজার থানায় জানানো হয়েছে।