অনলাইন ডেস্ক
মারা গেছেন বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম। তিনি আজ মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মো. আবদুস সালামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বেলা ২টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বাদ মাগরিব আদাবরে (শ্যামলী) প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি ঝালকাঠি নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে মো. আবদুস সালাম নিউ চাঁদনী পরিবহনের মালিক ছিলেন।