হোম > সারা দেশ > গাজীপুর

১৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ১৪ ঘণ্টা পর পুনরায় রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর সালনায় নীলফামারী থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ থাকার ১৪ ঘণ্টা পর পুনরায় রাজধানীর সঙ্গে দেশের উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সোমবার ভোররাত ৪টার দিকে লাইন ঠিক হওয়ার পর দ্রুতযান এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পার হয়ে ঢাকায় প্রবেশ করে।

এর আগে গতকাল রোববার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেল রুটে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তার পর থেকে দেশের উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়েছিল।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, গতকাল বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলরুটে গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে বিকেলেই ঢাকা থেকে রিলিফ ট্রেনে এসে উদ্ধার কাজ শুরু করে। গেল রাত ৪টার দিকে বগি উদ্ধার ও লাইন মেরামতের কাজ শেষ হয়। পরে রাত ৪টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস দুর্ঘটনাস্থল পার হয়ে ঢাকায় প্রবেশ করে।

গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ১৪ ঘণ্টা পর পুনরায় রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আবুল খায়ের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি গতকাল বেলা আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর সালনা ব্রিজের কাছে পৌঁছামাত্রই চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরাঞ্চলে চলাচলকারী রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার শুরু করে। আজ ভোর ৪টার পর উদ্ধার ও রেলরুটের মেরামতকাজ শেষ হলে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী