হোম > সারা দেশ > ঢাকা

কারওয়ান বাজারে সড়ক আটকে মালয়েশিয়ায় যেতে না পারা প্রবাসী কর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করেন মালয়েশিয়ায় যেতে ব্যর্থ কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

কলিং ভিসায় গত বছরের ৩১ মে তারিখের মধ্যে মালয়েশিয়া যেতে না পারায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মীরা। তাঁরা কারওয়ান বাজার মোড়ে অবস্থান করে এফডিসি ও পান্থপথমুখী সড়ক অবরোধ করেন। আজ বুধবার সকাল ৯টা থেকে অবস্থান নেন তাঁরা।

অবস্থান কর্মসূচিতে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা জানান, প্রায় ১৮ হাজার কর্মী কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে পারেননি। তাঁদের সবাই প্রায় ৫ লাখ টাকা করে দিয়েছেন। ধারদেনা করে টাকা জমা দিয়েছেন তাঁরা। কিন্তু বিদেশে না যেতে পেরে এখন কষ্টে জীবনযাপন করছেন।

আন্দোলনরত কর্মীরা বলেন, ‘আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে এসেছি। আমরা কোনো রাজনৈতিক দলের না। আমরা সবাই ৪ থেকে ৬ লাখ টাকা দিয়ে ভিসা পেয়েও যেতে পারি নাই। আমাদের কষ্টের শেষ নাই। আমরা সুদে টাকা নিয়েছি।’

এ সময় তারা ৩ দফা দাবি জানান। সেগুলো হলো—২০২৪ সালের ৩১ মে যাঁরা যেতে পারেননি, সবাইকে নিয়ে যেতে হবে; যাঁদের ভিসা হয়েছে কিন্তু ম্যানপাওয়ার হয়নি, তাঁদের সমান অগ্রাধিকার দিয়ে নিয়ে যেতে হবে এবং ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে নিয়ে যেতে হবে।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বলেন, ‘আমাদের বিষয়টি সরকার যেন গুরুত্ব দিয়ে দেখে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।’

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কিছু কর্মী সকালে কারওয়ান বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে তাঁদের দাবি দাওয়া নিয়ে কথা বলছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক।’

হরিরামপুরে রাধারমণ জিউর মন্দিরে কষ্টি পাথরের মূর্তিসহ স্বর্ণালংকার চুরি

যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর ‘আত্মহত্যা’

ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে

নরসিংদীতে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করা ফ্লাইটে বোমা মেলেনি

শাহবাগ মোড়ে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

কেয়া গ্রুপের আরও দুই প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

গুলশানে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা-ডলার-ইউরো ছিনতাই

সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধখামারের ভেতরে শ্রমিকের লাশ, গলায় আঘাতের চিহ্ন

বোমা হামলার হুমকিতে ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

সেকশন