রাজধানীর বিমানবন্দরে পেটের ভেতরে ইয়াবা নিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে মাসুদ খান (৩৯) নামের একজন গ্রেপ্তার হয়েছেন। এরপর তার পেট থেকে ইয়াবা বের করে জব্দ করা হয়। বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আজ সোমবার আজকের পত্রিকাকে ও তথ্য জানিয়েছেন।
জিয়াউল হক বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে গতকাল রোববার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মাসুদ চাঁদপুরের রুহুল আমিন খানের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তাঁর পাকস্থলীতে ইয়াবা বহন করছেন বলে স্বীকার করেন। পরবর্তীতে প্রাকৃতিক কার্যের মাধ্যমে তিনি ৪ হাজার ৬৭৫ পিস ইয়াবা বের করে দেন।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন আর্মড পুলিশের এই কর্মকর্তা।