হোম > সারা দেশ > ঢাকা

ত্রিরত্ন গ্রেপ্তার, অনলাইনে উগ্রবাদের প্রচার ৮০% কমে যাবে: সিটিটিসি প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অনলাইন দাওয়াহ শাখার প্রধান হাসিবুর রহমান ওরফে আযযাম আল গালিবকে (২১) গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি। অনলাইন জঙ্গিবাদের কথিত ত্রিরত্নের এক রত্ন এই হাসিবুর। তাঁকে গ্রেপ্তার করায় অনলাইনে জঙ্গিবাদের প্রচারণা ৮০ শতাংশ কমে আসবে বলে দাবি করেছেন সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

এর আগে অনলাইন প্রচারণার ‘ত্রিরত্নের দুই রত্ন’ আল আমিন সিদ্দিকী ও জোবায়দা সিদ্দিকা নাবিলাকে গ্রেপ্তার করে সিটিটিসি। 

আজ সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। 

গতকাল রোববার রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসিবুরের গ্রামের বাড়ি পটুয়াখালীর মহিপুর এলাকায়। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবির শিক্ষার্থী। 

সিটিটিসির দাবি, ফেসবুকের মাধ্যমে নিষিদ্ধঘোষিত সংগঠন আনসার আল ইসলাম ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আদর্শ ও মতবাদ প্রচারকারী আইডি জামিল হাসান ও মো. জামসেদ হোসাইন আইডি থেকে তালেবান ও আল-কায়েদা বিষয়ে বিভিন্ন লেখালেখি প্রকাশ করা হতো। এই সংগঠনগুলোর বিভিন্ন সংবাদ প্রচার করা হতো। এই আইডির সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিরা যুক্ত ছিলেন। 

আসাদুজ্জামান বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে আনসার আল ইসলামের মতাদর্শের বক্তব্য প্রচার ও দ্রুত শরিয়াহ আইন চালু করতে এই ত্রিরত্ন বিভিন্ন প্রচারণা চালাতেন। হাসিবুর রহমান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অনলাইন দাওয়াহ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

তিনি বলেন, ২০১৯ সালের দিকে হাসিবুর রহমান আল-কায়েদা ও আনসার আল ইসলামের মতাদর্শে দীক্ষিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি শুরু করেন। এসব লেখার জন্য তিনি ‘আযযাম আল গালিব’ নামে ফেসবুক আইডি খোলেন। এই নামে একটি টেলিগ্রাম চ্যানেল খুলে ফেসবুক ও টেলিগ্রামে আনসার আল ইসলাম ও আল-কায়েদার সমর্থনে লেখালেখি শুরু করেন। পাশাপাশি ফেসবুকে মুয়াহিদ মুসলিম নামে আরও একটি পেজ খোলেন। সেখানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে সদস্য সংগ্রহ করতে থাকেন। উগ্রবাদ ছড়ানোর অভিযোগে ফেসবুক কর্তৃপক্ষ পেজটি বন্ধ করে দেয়। 

সিটিটিসি প্রধান আরও বলেন, হাসিবুর রহমান সর্বশেষ আব্দুল্লাহ গালিব আযযাম নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করতেন। কারাগারে আটক আনসার আল ইসলামের সদস্যদের জামিনের জন্য তিনি গোপনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের কাজ করতেন। 

গ্রেপ্তার হাসিবুর রহমানের সঙ্গে টেলিগ্রামে একই মতাদর্শ প্রচারের ‘জায়েদ ইবনে আলী’ ও ‘শাফায়েত মুসান্ন ইসা’ আইডির যোগাযোগ হয়। তাঁরা একত্রে সংগঠনের প্রচার প্রচারণা, সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেন। হাসিবুর রহমান এই দুজনের সঙ্গে আনসার আল ইসলামের মতাদর্শ প্রচারের তথাকথিত ‘ত্রিরত্ন’-এর প্রধান হিসেবে অনলাইনে উগ্রবাদ প্রচারে নেতৃত্ব দেন। 

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

সেকশন