হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরের কারাবন্দী শ্রমিক লীগ নেতার হাসপাতালে মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শেখ জহিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের কারাবন্দী শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম হাসপাতালে মারা গেছেন। আজ শুক্রবার বিকেলে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জহির শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সকালে বুকে ব্যথা অনুভব করলে জহিরকে কারা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বিকেল ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। জহির ডায়াবেটিস ও হৃদ্‌রোগে ভুগছিলেন বলে দাবি করেন জেল সুপার।

শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে ও শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম গত ৯ আগস্ট শ্রীপুর থানায় হওয়া একটি মামলায় ৫ ডিসেম্বর গ্রেপ্তার হন।

জহিরুলের বাবা মজিবুর রহমান বলেন, ‘গত ৫ ডিসেম্বর রাতে আমার ছেলেকে শ্রীপুর থানা-পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ থানায় নিয়ে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপর থেকে সে গাজীপুর জেলা কারাগারে বন্দী ছিল।’

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ বলেন, ‘বিকেলে শেখ জহিরকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই। আমরা ধারণা করছি, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য