হোম > সারা দেশ > ঢাকা

মডেল পিয়াসা ও তাঁর সহযোগী মিশুর বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বহুল আলোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও তাঁর সহযোগী মিশুর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মাদকের মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রফিকুল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেন। 

অভিযোগপত্রে বলা হয়েছে, রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মিশুর দখল থেকে সাত হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। মিশু স্বীকার করেন পিয়াসার নির্দেশেই এই ইয়াবা সংগ্রহ করেছিলেন। 

গত ১ আগস্ট রাত ১০টার দিকে রাজধানীর বারিধারা এলাকার বাসা থেকে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে আটক করা হয়। এ সময় পিয়াসার ঘরের টেবিল থেকে ৬শ পিস ইয়াবা এবং রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া ফ্রিজ থেকে সিসা তৈরির কাঁচামাল ও বেশ কয়েকটি ই-সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় ২ আগস্ট মামলা হয়। 

এরপর গত ৪ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পিয়াসার সহযোগী মিশুকে আটক করা হয়। মিশুর কাছ থেকে সাত হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় ভাটারা থানায় মিশু ও পিয়াসার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মিশুর সঙ্গে গ্রেপ্তার জিসানকে নিয়ে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আরও ছয় হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই মামলায়ও পিয়াসাকে আসামি করা হয়। 

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল