হোম > সারা দেশ > ঢাকা

ক্লাব উদ্বোধনে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে চিত্রনায়ক রুবেল

মাদারীপুর প্রতিনিধি

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তেঁতুল গাছে ধাক্কা দিয়ে রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

মাদারীপুরের সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রুবেলসহ তাঁর ৮ সহযোগী একটি মাইক্রোবাসে করে আমতলীর উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় পৌঁছালে, একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়। এরপর সেটি রাস্তার পাশে থাকা একটি তেঁতুল গাছে ধাক্কা খায়।

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তেঁতুল গাছে ধাক্কা দিয়ে রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

আহতদের মধ্যে রয়েছেন— চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০), মো. কবির হোসেন (২৪), ওমর ফারুক (৪০), ও সাইফুল ইসলাম (৩৬)। বাকিদের নাম এখনো জানা যায়নি।

আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, মাইক্রোবাসের চালক ওমর ফারুকসহ দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চিত্রনায়ক রুবেল মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তেঁতুল গাছে ধাক্কা দিয়ে রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

রুবেলের সহযোগী সাইফুল ইসলাম জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ছিল। সাইড দেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তেঁতুল গাছে ধাক্কা দিয়ে রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

মাদারীপুর হাইওয়ে পুলিশের এসআই মো. আরব আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে অনেকেই সুস্থ আছেন। তবে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন