হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে হামলায় আহত সৌদিপ্রবাসীর ১২ দিন পর মৃত্যু

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

নিহত সৈকত মাহমুদ। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় আহত সৌদিপ্রবাসী সৈকত মাহমুদ (২২) মারা গেছেন। ঘটনার ১২ দিন পর গতকাল রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সৈকত মাহমুদ উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত ফজল হকের ছেলে।

জানা গেছে, গত ১৫ জানুয়ারি উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে হেলাল ব্যাপারীর ছেলে কাদের ব্যাপারী সঙ্গে একই এলাকার মৃত ফজল হকের ছেলে সৈকত মাহমুদের মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সৈকত মাহমুদ গুরুতর আহত হয়।

স্বজনেরা ওই দিন আহত সৈকত মাহমুদকে প্রথমে পঙ্গু হাসপাতালে, পরে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ১২ দিন পর গতকাল রোববার রাতে সৈকত মাহমুদ মারা যায়।

নিহত সৈকত মাহমুদের বড় ভাই জহিরুল হক বলেন, ‘আমার ভাই মাত্র ২০ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি আসে। কাদের ব্যাপারী নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।’

চিত্রকোট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শামসুল হুদা বাবুল বলেন, তাদের উভয় পক্ষের বাড়ি একই গ্রামের একই সীমানায়। পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।  

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই জহিরুল হক জহির বাদী হয়ে গত রোববার রাতে কাদের ব্যাপারীকে ১ নম্বর আসামি করে এবং পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ ঘটনা এখনো কাউকে আটক করা যায়নি।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন