কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক চাপায় আরিয়ান (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পশ্চিমপাড়-শুয়াগ্রাম সড়কের বড় দক্ষিণপাড় মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
শিশু আরিয়ান উপজেলার বড় দক্ষিণপাড় গ্রামের হক মিয়ার ছেলে।
জানা গেছে, শিশু আরিয়ান সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এ সময় সে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় আরিয়ানকে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।