Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ইউপি সদস্য হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউপি সদস্য হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীনকে ঘটনার ১৭ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ এলাকা থেকে র‍্যাবের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। 

আজ বুধবার সকালে কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সন্মেলনে গণমাধ্যমকে বিষয়টি জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ২০০৬ সালে রোহিতপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনকে (৫০) কেরানীগঞ্জের সৈয়দপুর ঘাটে কতিপয় সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করেন এবং ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম আনোয়ার মৃত্যুবরণ করেন। 

এ হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ঢাকার কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে উঠে আসে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও নেতৃত্ব প্রদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন।

গ্রেপ্তারের পরে সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে খন্দকার আল মঈন বলেন, ‘গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল উদ্দীন হত্যাকান্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।’

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগার

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা: সেই আরাভ খানসহ ৮ জনের রায় পেছাল

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮১ জন

রাজধানীর জুরাইনে বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৭ দোকানে জরিমানা

প্রেমিকার বাড়িতে গিয়ে মারধরের শিকার তরুণ, খেলনা পিস্তলসহ উদ্ধার করল পুলিশ

রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের কক্ষে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলার আসামি প্রতারক সিকদার লিটন গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ২৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ