নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাড়িতে আগুন দেওয়ার সময় রাজধানীর মগবাজার থেকে পেট্রলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বলে জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ডিএমপির হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ওসি আওলাদ হোসেন বলেন, মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় বোতলভর্তি পেট্রল, গ্যাসলাইটার, পুরোনো কাপড়সহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুল ব্যাপারী এবং হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া।