Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে জেলা কারাগারে হাজতির মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে জেলা কারাগারে হাজতির মৃত্যু

মুন্সিগঞ্জ জেলা কারাগারে বাসুদেব (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তিনি মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার খারসুর গ্রামের জীবন দেবের ছেলে। সিরাজদিখান থানার একটি ডাকাতি মামলায় জেল হাজতে ছিলেন তিনি। 

কারা কর্তৃপক্ষ জানায়, রোববার দিবাগত রাত ২টার দিকে বাসুদেব অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাঁকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শ অনুযায়ী তাঁকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল আমিন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত অনুমান আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। হাজতির মরদেহ বর্তমানে জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। 

তবে এই ব্যাপারে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুহুল আমিন কোনো মন্তব্য করতে রাজি হননি। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি। 

মুন্সিগঞ্জ কারাগারের জেলার আবুল বাশার বলেন, ‘বাসুদেব হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। এরই মধ্যে আমরা তাঁকে ঢাকায় দুই বার চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম। গতরাতে হৃদ্‌রোগে আক্রান্ত হলে রাত ২টা ১৫ মিনিটে তাঁকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ সদর হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

উল্লেখ্য, বাসুদেব ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে ২০১৫ সাল থেকে হাজতে ছিলেন। তার মামলা মুন্সিগঞ্জ জজ কোর্টে বিচারাধীন রয়েছে। 

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো

প্রাণিসম্পদের পণ্য শেষ এক ঘণ্টায়, ক্রেতারা ফিরছেন খালি হাতে

শরীয়তপুরে ডাকাতদের সঙ্গে সংঘর্ষ: আরও এক লাশ উদ্ধার, নিহত বেড়ে ৫

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

র‍্যাবের মাদকের মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক