নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে প্রাইভেট কারের যাত্রী কামাল মিয়া (৫২) নিহত ও দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ের কাঞ্চন ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মৃত আবদুল মালেকের ছেলে। একই ঘটনায় ট্রাকচালক শাকিলকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। শাকিল চাঁদপুরের শাহরাস্তি এলাকার কামাল হোসেনের ছেলে। আহতদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশের সার্জেন্ট শফিকুল জানান, ঢাকার কুড়িল বিশ্বরোড থেকে আসা নীল রঙের প্রাইভেট কারটি কাঞ্চন ব্রিজে ওঠার আগে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে দুমড়েমুচড়ে যায় প্রাইভেট কার। ঘটনাস্থলেই মারা যান গাড়ির যাত্রী কামাল। এতে আহত দুজনকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জোবায়ের হোসাইন বলেন, ‘নিহতের স্ত্রীর আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সড়ক আইনে চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। মূলত বেপরোয়াভাবে ট্রাক চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’