হোম > সারা দেশ > টাঙ্গাইল

‘একটু একটু করে মরার চেয়ে একেবারেই মরে যাওয়া ভালো’ 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

‘একটু একটু করে মরার চেয়ে একেবারেই মরে যাওয়া ভালো। তাও যন্ত্রণা থেকে মুক্তি পাব। আমার আব্বা মাকে মাফ করে দিতে বইলো ভাই।’ ছোট ভাই মাহমুদের কাছে এই সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন বড়ভাই আল আমিন (৪০)। আজ শনিবার বাদ আছর ময়নাতদন্ত শেষে আল আমিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার রাতে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে মারা যান আল আমিন। 

বড় ভাই আল আমিনের নিজের হাতে লেখা সুইসাইড নোটটি ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করেছেন মাহমুদ। আল আমিন ও মাহমুদ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল খানের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ বলছে, আল আমিন উপজেলার দেওপাড়া ইউনিয়নের তালতলা গ্রামের ইউসুফ আলীর মেয়ে শিলাকে বিয়ে করেন। সম্প্রতি তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। আশরাফুল নামে তাঁদের দুই বছরের এক ছেলে রয়েছে। বিবাহ বিচ্ছেদের পর নিজ সন্তানকে কাছে রাখতে না পাওয়ার হতাশায় ভুগছিলেন তিনি। এ কারণে অবস্থায় বৃহস্পতিবার ভাইয়ের কাছে সুইসাইড নোট লিখে গতকাল শুক্রবার বিষপান করেন তিনি। গুরুতর অবস্থায় তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হলে শুক্রবার রাতেই তাঁকে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় আল আমিনের। 

আল আমিনের চাচা আবুল খায়ের খান সুইসাইড নোটটি তার ভাতিজা আল আমিনের লেখা বলে স্বীকার করে বলেন, ‘দাম্পত্য জীবন নিয়ে আল আমিন খুব অসুখী ছিল।’ 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ‘প্রাথমিকভাবে একে আত্মহত্যা মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে।’

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা