সিলেট ও সুনামগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিএনপি নেতারা এখনো যায়নি। এখন তারা ফটোসেশনের জন্য হাওর এলাকায় গেলে মাইর খেয়েও আসতে পারেন বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সরকার দলীয় সংসদ সদস্য শামীমা আক্তার খানম।
আজ বুধবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এমন দাবি করেন।
বিএনপি চেয়েছিলো এবারের বন্যায় সিলেট ও সুনামগঞ্জে লাশ ভেসে যাবে। কিন্তু কোথাও লাশ ভাসেনি উল্লেখ করে শামীমা আক্তার খানম বলেন, ‘প্রধানমন্ত্রী হাওরবাসীর পাশে দাঁড়িয়েছেন। তিনি আমাদের তত্ত্বাবধান করেছেন। এবার যদি আপনারা (বিএনপি) ফটোসেশনের জন্য হাওরে যান মাইরও খেয়ে আসতে পারেন। লাঠিপেটাও খেয়ে আসতে পারেন। আগে যখন যাননি তাই এখন আর ফটোসেশনের জন্য হাওরের দিকে হাত বাড়াবেন না।’
প্রধানমন্ত্রীর সফরে বন্যা কবলিত মানুষ সাহস পেয়েছে বলেও জানান তিনি। এ সময় তিনি বানবাসী মানুষের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।