Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি, যুবক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিবেদক

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি, যুবক গ্রেপ্তার
টিকিট কালোবাজারির অভিযোগে গ্রেপ্তার যুবক। ছবি: সংগৃহীত

নিজের এবং পরিচিতদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ট্রেনের টিকিট সংগ্রহ করে ফেসবুক পেজের মাধ্যমে কালোবাজারির অভিযোগে রাকিব মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে-পুলিশ। গ্রেপ্তারের সময় ওই যুবকের কাছ থেকে ঢাকা-কিশোরগঞ্জ রুটের ভিন্ন ভিন্ন তারিখের ও এগারো সিন্ধু গোধূলি/প্রভাতী/কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ২১টি আসনের টিকিট এবং একটি স্মার্ট ফোন জব্দ করা হয়।

আজ শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রেলস্টেশন এলাকা থেকে টিকিট কালোবাজারি চক্রের সদস্য রাকিব মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া যুবকের বরাত দিয়ে এসপি আনোয়ার হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে অধিক দামে অর্থাৎ ১৮০ টাকার টিকিট ৪৫০/৫০০ টাকায় আগ্রহী যাত্রীদের কাছে বিক্রি করা হতো। সে (গ্রেপ্তার যুবক) তাঁর নিজের ও পরিচিত ৪ জনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে মোট ৫টি রেলওয়ে সেবা অ্যাপস খুলে নিয়মিত ঢাকা-কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটের আন্তনগর ট্রেনের টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতেন।’

এ ঘটনায় ওই কালোবাজারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এসপি আনোয়ার হোসেন।

ম্যাচিং পোশাকের চাহিদা

ডেমরা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ২

শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় চিঠি দেওয়া উপসচিব ওএসডি

স্টেশন ও টার্মিনালে বাড়ছে যাত্রীর চাপ

পল্লবীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে বৃদ্ধা নিহত

খিলক্ষেতে গণপিটুনির শিকার সেই কিশোর হাসপাতাল থেকে ছাড়া পেল

সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯ টাকা করার দাবি

পল্লবীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

দিয়াবাড়ীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জিএমের রক্তাক্ত মরদেহ

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বরকতউল্লা খালাস