হোম > সারা দেশ > মানিকগঞ্জ

‘নিজের ভোটটা নিজেকে দিতে পারলেই শান্তি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আবদুল আলী ব্যাপারী। গত রোববার দুপুরে যাচাইবাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। মনোনয়ন বাতিল হওয়ার পর রিটার্নিং অফিসারের কার্যালয়ের বারান্দায় গড়াগড়ি করে কান্না করেন আবদুল আলী। আজ বুধবার সকালে নিজের প্রার্থিতা ফেরত পেতে আপিল আবেদনের জন্য নির্বাচন ভবন চত্বরে এসেছেন তিনি।

আপিল আবেদনের বিষয়ে জানতে চাইলে আবদুল আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আপিল আবেদন জমা দেওয়ার জন্য এসেছিলাম। কিন্তু আইনজীবীর একটু ভুলের কারণে আজকে জমা দিতে পারলাম না। এটা ঠিক করে পরে জমা দেব।’

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আবদুল আলী বলেন, ‘আমি শুধু নিজের ভোটটা নিজেকে দিতে পারলেই শান্তি। আমি শুধু নিজের ভোটটা দিতে চাই। কারণ অন্যরা আমাকে ভোট দেবে কি না, তা তো আমি জানি না।’

প্রার্থিতা বাতিল হওয়ার বিষয়ে আবদুল আলী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ মনোনয়ন জমা দিয়েছিলাম। সেখান থেকে রিটার্নিং অফিসার ১০ জন ভোটারকে ফোন করেছিলেন। ১০ জনের দুজন বলেছেন স্বাক্ষর করেছেন, আর আটজন বলেছেন স্বাক্ষর করেনি।’

স্বাক্ষর না করার বিষয়টি জানেন না উল্লেখ করে আবদুল আলী বলেন, ‘পোলাপান স্বাক্ষরের তালিকা এনে দিয়েছে। আমার একার পক্ষে তো এত স্বাক্ষর নেওয়া সম্ভব না, যাচাই করাও সম্ভব না।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭